Wed. Jan 22nd, 2020

দৈনিক শিক্ষা খবর

বদলির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

আজ ১০/১০/২০১৯খিঃ রোজ বৃহস্পতিবার বেলা ১০ঘটিকায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির জেলা সমন্বয়কদের সমন্বয়ে প্রেসক্লাবের বিপরীত বৈশাখী হোটেলে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।জেলা উপজেলা কমিটি গঠনের কাজ সন্তোষজনক হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে কমিটির সদস্যদের। শীঘ্রই কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।চলতি মাসে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মাধ্যমে প্রানের দাবি বদলি আদায়ে রাজপথ অবস্থানের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে কর্মকর্তাদের নিকট বদলির প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি(মোহাম্মদ সিরাজুল ইসলাম)।

গণমাধ্যম কর্তৃক এক প্রশ্নের জবাবে জনাব সিরাজুল ইসলাম বলেন বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু ও প্রত্যেক গনবিজ্ঞপ্তির পুর্বে ইনডেক্সধারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়টি ২০১৮এমপিও নীতিমালায় থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীনতার ফলে বঞ্চিত হচ্ছেন শিক্ষকরা।তাই বদলির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা।
তিনি ঐক্ববদ্ধ হোন,ঐক্য থাকুন। আপনাদের সোচ্চার এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দ্বারপ্রান্ত।