Wed. Jan 22nd, 2020

দৈনিক শিক্ষা খবর

ফেব্রুয়ারি হতে এরিয়া সহ বেতন দিতে হবে dainikshikshkhobor

বিশেষ প্রতিবেদকঃ ফেব্রুয়ারিতে যোগদান করে যারা ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে এমপিও আবেদন করিতে পারেন নি এমন শিক্ষকের সংখ্যা কমপক্ষে ২২০০০ হাজার শিক্ষক হবে।

আবার যারা আবেদন করেছেন তাদের আবেদন ভূলের কারনে এবং উপজেলা, জেলা শিক্ষা অফিসের গাফলাতির কারণে সঠিক সময় ডিজিতে প্রেয়ণ হয়নি। এমন শিক্ষকের সংখ্যাও কম নয় কম পক্ষে ৩ থেকে ৪ হাজার হবে।

অন্যদিকে সুপারিশ পত্র প্রকাশের পর নিয়োগ পত্র এবং যোগদান পত্র অনুমদন করে আবার এমপিও আবেদন করা অসম্ভব ছিল। এ অবস্থায় সারা দেশের হাজার নব্যশিক্ষকগণ খুব অসহায়ত্ব অবস্থায় দিনাতিপাত করিতেছেন।

অনেক শিক্ষক নিজজেলার বাহিরে নিয়োগ পেয়েছেন তাদের পরিবার সন্তান রয়েছে তাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তাই নব্য শিক্ষকগণ যথাযথ কর্তৃপক্ষের নিকট এপ্রিলে আবেদনের ফলে মে মাসে যে এমপিও সেই এমপিও এর সাথে ফেব্রুয়ারি মাসের যোগদানের তারিখ হতে এরিয়া সহ বেতন দেওয়ার বিনীত দাবি করেছেন।

এরিয়া সহ বেতন পেলে শিক্ষল ঋণ শোধ করে স্বাভাবিক ভাবে জীবন যাবন করিতে। আমি আশা করি এ ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।

লেখকঃ সাখাওয়াত, প্রভাষক, ইসলামিক স্টডিজ, চরমুগরিয়া কলেজ, মাদারীপুর।

নিউজটি ভাললাগলে শেয়ার করুন।